Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, রবিবার , ১৮ অক্টোবর ২০১৫ : জেলায় ২ দিনব্যাপি মিউজু বাসের মাধ্যমে ভ্রাম্যমাণ Biggan-melaবিজ্ঞান প্রদর্শণী ও বিজ্ঞান বিষয়ক সেমিনারের আয়োজন শেষ হয়েছে। রবিবার ২য় দিনে বিজ্ঞান মনস্ক জাতি গঠনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ভূমিকা বিষয় নিয়ে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলার বিভিন্ন স্কুল-কলেজের ১২০০ ছাত্র-ছাত্রী ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শণীতে অংশ নেয়। এ সময় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কিউরেটর (সার্বিক) কাজী হাসিবুদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপ-সচিব ও স্থানীয় সরকার কিশোরগঞ্জের উপ-পরিচালক এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামিল, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর রাম চন্দ্র রায়, সাবেক প্রফেসর মো. রফিকুল ইসলাম, মহিলা সভানেত্রী সুলতানা রাজিয়া, সহকারী কিউরেটর মো. মহসিন মোল্লা, সহকারী কিউরেটর মো. আব্দুল আজিজ, জাদুঘর ইলেকট্রিশিয়ান শাহজাহান মিয়া, জাদুঘরের গ্যালারী গার্ড মো. জহিরুল হক, ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর গাড়ী চালক মো. মোখলেছুর রহমান প্রমুখ। উক্ত সেমিনারে আগামীতে প্রত্যন্ত অঞ্চলে স্কুলের ছাত্র-ছাত্রীদের মাঝে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শণী দেখানোর জন্য প্রস্তাব রাখা হয়। সভা পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা আলী এবং সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন এনডিসি মোমেনা আক্তার (ভারপ্রাপ্ত)।