Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : ম্প্রতিককালের কিছু ঘটনার জন্য রাজধানীর গুলশান 14ও বনানী এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব। এসব এলাকায় পূজামণ্ডপে র‍্যাব সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে নিরাপত্তার দায়িত্বপালন করবে। আজ সোমবার বনানী মাঠে গুলশান, বনানী সর্বজনীন পূজা পরিষদ আয়োজিত পূজামণ্ডপ পরিদর্শন করে র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ এ কথা বলেন। বেনজীর আহমেদ বলেন, র‍্যাব যেসব এলাকায় পূজামণ্ডপের দায়িত্বে থাকবে, সেসব এলাকায় তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করবে। গুলশান, বনানী এলাকায় মণ্ডপে অনেক বিদেশি আসবেন। প্রত্যেক নাগরিক তাঁদের কাছে গুরুত্বপূর্ণ। সবার কথা মাথায় রেখেই দায়িত্ব পালন করবে র‍্যাব। ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের তদন্তকাজের ব্যাপারে জানতে চাইলে বেনজীর বলেন, ছায়াতদন্ত চলছে। র‍্যাব রহস্য উদ্ঘাটনের ব্যাপারে আশাবাদী। পূজামণ্ডপ আয়োজক কমিটি সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে কমিটির সভাপতি সুভাষ শ্রী ঘোষ, সাধারণ সম্পাদক সুধাংশু কে দাস বিভিন্ন বিষয় তুলে ধরেন। সুষ্ঠুভাবে মণ্ডপের কাজ করার জন্য তাঁরা সবার সহযোগিতা চান।