খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : পানিতে শরীর সুরক্ষিত রাখার এক ধরনের বিকিনি উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। এই বিকিনি পরে নির্দ্বিধায় পানিতে নেমে সাঁতার কাটা যাবে। গায়ে একটুও ময়লা লাগবে না। স্রেফ বিকিনিতেই পরিষ্কার হবে পানির নোংরা! সংক্রমণ থেকেও থাকতে পারবেন মুক্ত।
মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার এক দল গবেষক এই বিশেষ ধরনের থ্রি-ডি প্রিন্টেড বিকিনি উদ্ভাবন করেছেন।
বোর্নস কলেজ অফ ইঞ্জিনিয়ারিংয়ের ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ার মিহরি ওজকান জানিয়েছেন, ‘খুব ভাল মেটিরিয়ালে তৈরি এই বিকিনি পরিবেশের জন্য একেবারেই ক্ষতিকর নয়। তবে তৈরি করাটা বেশ ব্যয়সাপেক্ষ।’
চার বছর আগে এই বিশেষ ধরনের বিকিনি তৈরির প্রস্তুতি শুরু হলেও অবশেষে সাফল্য এসেছে বলেই দাবি গবেষকদের।
এই সুইম স্যুট পরে সাঁতার কাটলে পানিতে মিশে থাকা যে কোনও ধরনের ময়লা ও তেল পিউরিফাই হয়ে যায়। এটি যেমন পানি শুষে নিতে পারে, ঠিক তেমনই যে কোনও ধরনের সংক্রমণ আটকাতে পারে। আবার কয়েকবার ব্যবহারের পর প্যাডও বদলে ফেলতে পারেন নারীরা।