খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : ফিচার ফোনের বদলে অনেকেরই হাতে এখন স্মার্টফোন। স্মার্টফোনের মডেলও প্রায়ই বদলানো হয়। আপনার ফোন বদলের পেছনে থাকে যদি মজার কেনো ঘটনা তবে তা এখনি লিখে ফেলুন। কেননা, ফোন বদলের এই গল্প লিখে আপনি জিতে নিতে পারেন স্মার্টফোন। ফোন বদলের গল্প নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশের স্থানীয় মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড গোল্ডবার্গ। এই প্রতিযোগিতায় অংশ নিতে িি.িসধরহলরহরংয.পড়স ওয়েবসাইটে গিয়ে জানাতে হবে মোবাইল ফোন বদলে ফেলার পেছনের সব মজার ঘটনা। প্রতিযোগিতায় অংশ নেয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর ২০১৫। সেরা গল্প লেখককে দেয়া হবে গোল্ডবার্গের বিগ ব্যাটারির স্মার্টফোন আয়ন এনএলওয়ান মডেলের স্মার্টফোনট। প্রতিযোগিতা সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে গোল্ডবার্গ মোবাইলের ইউটিউব চ্যানেল (যঃঃঢ়://মড়ড়.মষ/খ৯রছশঝ) থেকে।