Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ (১৯ অক্টোবর) শুরু 40হয়েছে হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ দেবী দুর্গার ষষ্ঠীপূজা। ঢাকের তালে তালে মেতে উঠেছে প্রতিটি পূজামন্ডপ। মিডিয়াতেও বিশেষ স্থান করে নিয়েছে এই উৎসব। দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছে তারকারাও। ঢাকাই চলচ্চিত্রের বিউটি কুইন অপু বিশ্বাস চলচ্চিত্রের শুটিংয়ের ব্যস্ততার কারণে পূজার আনন্দটা ভাগ করে নিতে পারছেন না বলে রাইজিংবিডিকে জানিয়েছেন অপু বিশ্বাস। এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘আজ (১৯ অক্টোবর) থেকে সিনেমার শুটিং করার কথা ছিল। তাই বগুড়ায় (গ্রামের বাড়ি) যাওয়া হয়নি। এজন্য ঢাকাতেই পূজা করছি। আমি সাধারণত পূজায় বগুড়ায় পরিবারের সঙ্গে থাকার চেষ্টা করি। শুটিং না থাকলে পূজায় বগুড়ায় থাকি। হঠাৎ করেই শুটিংয়ের তারিখ পরিবর্তন করা হয়েছে। চলতি মাসের ২২ তারিখ থেকে জি সরকার পরিচালিত লাভ ২০১৪ সিনেমার শুটিংয়ে অংশ নিব। পূজা উপভোগ করার সুযোগ কোথায়?’ ছোট সময়ের পূজার সময়গুলো কিভাবে কাটাতেন? এমন প্রশ্নের উত্তরে অপু বলেন, ‘এখনকার পূজার আনন্দটা তেমন উপভোগ করতে পারি না। ছোট সময়ে মা-বাবা, পরিবারের অন্যান্য সদস্য ও বন্ধু-বান্ধবদের সঙ্গে পূজার সময় অনেক আনন্দে কাটতো। বিশেষ করে বাবা জীবিত থাকতে পূজার আনন্দটা অনেক বেশি ছিল। বাবা নেই তাই পূজার সে আনন্দটাও নেই।’ অপু বিশ্বাস বর্তমানে সম্রাট, রাজা ফোর টোয়েন্টিসহ বেশ কয়েকটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এবারের ঈদে রাজা বাবু শিরোনামের সিনেমা মুক্তি পেয়েছে এ অভিনেত্রীর।