Mon. Sep 15th, 2025
Advertisements

12কামরুল হাসান, খোলা বাজার২৪, সোমবার , ১৯ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ স্কাউটস ঠাকুরগাঁও জেলার আয়োজনে ঠাকুরগাঁওয়ে ৩ দিন ব্যাপি কাব ক্যাম্পুরির আয়োজন করা হয়েছে।

সোমবার ঠাকুরগাঁও প্রাইমারি ট্রেনিং ইন্সটিটিউট স্কুলে কাব ক্যাম্পুরির উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস।

এ সময় আরো উপস্ধিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হারেস, উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, জেলা স্কাউটসের ভারপ্রাপ্ত সম্পাদক কমল কুমার রায়, ক্যাম্প চীফ আবদুস সামাদ, প্রোগ্রাম চীফ আকলিমা সরকার,সুরাইয়া বেগম (লিপি) সদর উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক রেজাউল করিম লিটন, স্কাউট লিডার আঞ্জুমান আরা বেবী, দিনাজপুর অঞ্চলের উপকমিশনার ও মাকেটিং (ডিআরসি) ও হিমালয় মুক্ত স্কাউট দলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু প্রমূখ।