খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : স্বয়ংক্রিয়ভাবে হাইব্রিড আইটি সমস্যার সমাধানকারী প্রতিষ্ঠান অ্যানসিবল কেনার ঘোষণা দিয়েছে ওপেন-সোর্স সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান রেড হ্যাট। নিজেদের আইটি কার্যালয় নির্মাণের উদ্দেশ্যেই এমন ঘোষণা দিল প্রতিষ্ঠানটি।
এর আগে আরও ১৩টি প্রতিষ্ঠান কেনা রেড হ্যাট ১০ কোটি ডলারের বিনিময়ে অ্যানসিবল কিনতে যাচ্ছে বলে গুজব উঠলেও, এই অর্থের পরিমাণ ১৫ কোটি ডলারের কাছাকাছি বলে নাম প্রকাশ না করা এক বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। ২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়া অ্যানসিবলের মূল্য নিছক ৬০ লাখ ডলার হতে পারে। ফলে, উল্লিখিত অর্থের পরিমাণ অ্যানসিবলের জন্য বিশাল।
রেড হ্যাট আনুষ্ঠানিকভাবে এই অর্থের পরিমাণ প্রকাশ করতে নারাজ। তবে, তারা খুব জলদি এই ক্রয়ের বিষয় শেষ করতে উদগ্রীব বলে জানায় সাইটটি।
ইতোমধ্যে ওপেসস্ট্যাক ক্লাউডের ক্ষেত্রে নিজেদেরকে বিশেষজ্ঞ পর্যায়ে নিয়ে গেছে অ্যানসিবল। চলতি বছরের শুরু দিকে তারা সিসকো, এইচপি, সিএসসি আর র্যাকস্পেসের সঙ্গে অংশীদারীত্বে যায়। এ কারণে, রেড হ্যাটের অ্যানসিবল কেনার সিদ্ধান্তে বোঝা যায়, ওপেনস্ট্যাক খাতে নিজেদের ব্যবসা বাড়াতে তারা যথেষ্টই আশাবাদী।
বর্তমানে চটজলদি কোড লেখা বা কোনো কোডের আপডেট করে তা কাজে লাগানোর একটি ধারা তৈরি হয়েছে। এই ক্রয় রেড হ্যাটকে এই ধারায় আসতে সহায়তা করবে। প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট জো ফিটজজেরাল্ড এক বিবৃতিতে বলেন, “স্বয়ংক্রিয় আইটি আর অপারেশন ডেভলাপমেন্ট খাতে অ্যানসিবল স্পষ্টত শীর্ষস্থানীয়, আর মসৃণ আইটি খাত বানানোর লক্ষ্যে এটি রেড হ্যাটকে উল্লেখযোগ্য ধাপ এগিয়ে দেবে।”
এ বিষয়ে অ্যানসিবল প্রধান সাইদ জিয়াওনি বলেন, “রেড হ্যাটের মতো একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেন সোর্সে আসায় আর আইটি স্বয়ংক্রিয়তা ও সিস্টেম ম্যানেজমেন্টের ভবিষ্যৎ নিয়ে লড়তে অ্যানসিবলকে বেছে নেওয়ায় আমরা রোমাঞ্চিত।”