Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : বিএনপির ভাইস চয়ারম্যান সাদেক হোসেন খোকার 18দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে আজ। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এই রায় ঘোষণা করবেন। এর আগে গত ৪ অক্টোবর মামলাটিতে যুক্তিতর্কের শুনানির পর রায় ঘোষণার এই তারিখ ধার্য করেছিল আদালত।এই মামলায় দুদকের পক্ষে আদালত ৪২ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও রেজাউল করিম রেজা বলেন, খোকা পলাতক থাকায় মামলায় একতরফা সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এর আগে গত বছর ৩০ অক্টোবর বিএনপির এই নেতাকে পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। উল্লেখ্য, ২০০৭ সালের ৬ ডিসেম্বর সাদেক হোসেন খোকা দুই কোটি ৪৪ লাখ ৮৭ হাজার ৮৬ টাকা সম্পদের হিসাব দাখিল করেন। তদন্তের পর নয় কোটি ৭৬ লাখ ২৮ হাজার ২৬১ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও নয় কোটি ৬৪ লাখ তিন হাজার ৬০৯ টাকার তথ্য গোপনের অভিযোগে ২০০৮ সালের ২ এপ্রিল রমনা থানায় মামলা করে দুদক। ওই বছরের ১ জুলাই আদালতে চার্জশিট দাখিল করা এই মামলা বাতিল চেয়ে হাইকোর্টে সাদেক হোসেন খোকার করা আবেদনের কারণে দীর্ঘদিন নিম্ন আদালতে বিচারকাজ স্থগিত ছিল।