খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : খবরের পর্দায় চোখ রাখলেই মাঝে মাঝে ব্যতিক্রমি অনেক কিছুই ধরা দেয় চোখের পাতায়। এইতো কিছুদিন আগেই জানা গিয়েছিল স্বাভাবিক ভাবেই এক মেয়ে ছেলেতে রুপান্তিত হয়েছে, আবার এরও আগে জানা গিয়েছিল এক ছেলের মেয়েতে রুপান্তরিত হওয়ার ঘটনাও। তবে এবার এরকম কিছু না ঘটলেও দেখা গেল একদম ব্যতিক্রমি কিছুই। বর্তমান পৃথিবী যেমন পাল্লা দিয়ে এগিয়ে চলছে তেমিন এগিয়ে চলছে আধুনিকতার ছোঁয়াও। আর সেই আধুনিকতার সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সাজসজ্জার বিষয়টিও। সাজসজ্জা বলতে মূলত আমাদের ধারনা একটি অসুন্দর রুপকে মুহূর্তে বদলিয়ে সুন্দর করা। তবে এবার যে ঘটনাটি ঘটলো সেটা একদমই ভিন্ন, কারণ মেকআপ করে একটি ছেলে সম্পূর্ণভাবে এবার পরিণত হয়েছে মেয়েতে। সম্প্রতি ইউটিউবে প্রকাশ হওয়া ৫ মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়- ১৩ বছরের ছেলে মেকআপ করে অবিকল একটি সুন্দরী মেয়ের মতো হয়ে গেছে। প্রথমে ছেলেটি তার চুল বিভিন্ন জেলের সাহায্যে মেয়েদের চুলের মত পরিণত করে এরপর চোখ, চোখের ভ্রু এবং মুখ মেয়েদের আদলে মেকআপ করে। সর্বশেষে ছেলেটি তার বুকের সাইজটাও মেয়েদের মত করে এবং মেয়েদের পোষাক পড়ে হয়ে যায় আস্ত এক সুন্দরী মেয়ে।