Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : অনেক আগেই প্রেমের সম্পর্কের ইতি টেনেছেন সেলেনা 43গোমেজ ও জাস্টিন বিবার। কিন্তু সম্প্রতি এই দুই সংগীত তারকার গাওয়া গান অনলাইনে ফাঁস হয়েছে। আর এ গানের সুর ও কথা ভক্তদের মধ্যে তাদের মিলনের আশা জাগিয়েছে। মার্কিন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল হাফিংটোন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিবার ও সেলেনা দুইজনের গাওয়া গানটির শিরোনাম না জানা গেলেও অনেকেই বলছেন এই শিরোনাম ‘স্ট্রং’। প্রথমে ড্রেকের ‘ওভিও’ রেডিওতে এই গানটি ফাঁস হলেও পরে তা সরিয়ে ফেলা হয়। যদিও এই গানটি ইউটিউবে এখনো রয়েছে। সেলেনা ও বিবার দুইজনই এই গানটিতে কণ্ঠ দিয়েছেন। গানটির কথায় ও সুরে প্রেমের আশা ও যন্ত্রণার কথা ব্যক্ত হয়েছে। যদিও এই গানের বিষয়ে সেলেনা ও বিবার কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে।