Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২০ অক্টোবর ২০১৫ : সোমবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে দেখা 66করেছেন টেক্সাসের ‘ক্লক কিড’ খ্যাত কিশোর আহমেদ মোহামেদ। শিক্ষককে উপহার দেওয়ার জন্য মোহামেদের বানানো একটি ঘড়িকে বোমা সন্দেহ করে গ্রেপ্তার করেছিল স্থানীয় পুলিশ। মোহামেদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশের আচরণের খবর অনলাইনে ছড়িয়ে পরলে ঝড় উঠেছিল সমালোচনার। প্রতিবাদ করেছিলেন দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ব্যক্তিগতভাবে টুইটারে মোহামেদকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম এবিসি নিউজ। প্রেসিডেন্টের সে আমন্ত্রণে সারা দিয়েই সোমবার হোয়াইট হাউজে আয়োজিত ‘অ্যাস্ট্রোনমি নাইট’-এ অংশগ্রহণ করেন মোহামেদ। এবিসি নিউজ জানিয়েছে, সোমবার রাতের ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামা এবং মোহামেদ একে অপরের সঙ্গে পরিচিত হন এবং দীর্ঘসময় আলাপ করেন। সোমবার হোয়াইট হাউজে যাওয়ার আগে মোহামেদ প্রেসিডেন্টের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে জানিয়েছিলেন নতুন ডাক নাম ‘ক্লক কিড’ পাওয়ায় কোনো আপত্তি নেই তার। এ ছাড়াও নিজের তিক্ত অভিজ্ঞতা থেকে কী শিখেছেন সে প্রসঙ্গে তিনি বলেছেন, “কারো বাহ্যিক রূপ দেখে, তাকে বিচার করা উচিত নয়, তার অন্তরে কী রয়েছে সেটির ভিত্তিতে বিচার করা উচিত।” ইতোমধ্যেই মোহামেদ গুগল, ফেইসবুকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যালয় ঘুরে এসেছেন। এ ছাড়াও সুদানের প্রেসিডেন্ট ওমার আল-বাশারের সঙ্গেও তার দেখা হয়েছে বলে জানিয়েছেন মোহামেদ।