Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : রেকর্ড গড়ার লক্ষ্যে ২৪ ঘন্টা পানিতে কাটানোর উদ্দেশ্যে 45মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ফুলদী নদীতে নেমে পড়ে ইসমানির চরের হাফিজ আহাম্মেদ নামের এক ব্যাক্তি। মঙ্গলবার বিকাল ৪ টায় এলাকাবাসীর আয়োজনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আগামীকাল বিকাল ৪টায় পানি থেকে ওঠার প্রত্যয় নিয়ে হাফিজ পানিতে নামেন। ঠাঁইহীণ পানিতে হাফিজের মাথা না ভিজিয়ে ২৪ ঘন্টা পাড় করার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ এ্যাড. মৃনাল কান্তি দাস। এ ছাড়া সংশ্লিষ্ট উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খাঁন তোতা,উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস। হাফিজের এই চেষ্টাতে উৎসাহ যোগাতে রসুলপুর খেয়া ঘাট ও ফুলদী নদীর দুই পাড়ে জমা হন হাজারো মানুষ। পানিতে ভেসে থেকেই ২৪ ঘন্টার খাওয়া-দাওয়াও সারবেন হাফিজ। হাফিজ আহাম্মেদ এর ইচ্ছা, পর্যায়ক্রমে আরো দীর্ঘ সময় নিয়ে তিনি ঠাঁইহীন পানিতে থাকার চেষ্টা করবেন এবং এক সময় তিনি গ্রিনিজ বুকে নিজের নাম লিখিয়ে রেকর্ড গড়বেন।