খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : ইয়াহু ও গুগলকে অনেকেই পরস্পরের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান হিসেবেই জানেন। সম্প্রতি বিজ্ঞাপনের বাজারে গুগল ও ফেসবুকের সঙ্গে পেরে উঠছে না ইয়াহু। এ বছরের চতুর্থ প্রান্তিকে আয়ের লক্ষ্যমাত্রাও অর্জিত হবে না প্রতিষ্ঠানটির। তাই বিজ্ঞাপনের বাজারে ঘুরে দাঁড়াতে গুগলের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়াচ্ছে ইয়াহু। সম্প্রতি বিজ্ঞাপন অনুসন্ধান বিষয়ক একটি চুক্তি করেছে গুগল ও ইয়াহু। এর আগে মাইক্রোসফটের সঙ্গেও এ রকম একটি চুক্তি করেছে ইয়াহু। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাজার বিশ্লেষকেরা ইয়াহুর প্রান্তিক প্রতি গড় আয়ের লক্ষ্যমাত্রা ১৩৩ কোটি মার্কিন ডলার হতে পারে পারে এমন পূর্বাভাস দিলেও বছরের চতুর্থ প্রান্তিকে ১১৬ কোটি থেকে ১২০ কোটি পর্যন্ত আয় হবে বলে মনে করছে ইয়াহু। অর্থাৎ, ইয়াহুর আয়ের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। ইয়াহুর প্রধান নির্বাহী মারিসা মেয়ার বলেছেন, যে পারফরম্যান্স তিনি আশা করেছিলেন তাঁদের আয়ের লক্ষ্যমাত্রা সে ইঙ্গিত দিচ্ছে না। তবে গুগলের সঙ্গে চুক্তিটি ইতিবাচক হিসেবে দেখছেন তাঁরা। তথ্যসূত্র: রয়টার্স।