খোলা বাজার২৪ ॥ বুধবার, ২১ অক্টোবর ২০১৫ : আগামী বছরের জানুয়ারি মাসেই নতুন গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন উন্মুক্ত করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। প্রতিদ্বন্দ্বী অ্যাপলের নতুন আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে গ্যালাক্সি এস ৭ স্মার্টফোন বাজারে ছাড়ার সময় কিছুটা এগিয়ে আনছে প্রতিষ্ঠানটি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্যামসাং সাধারণত ফেব্র“য়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের ট্রেড শোতে গ্যালাক্সি সিরিজের ফোন উন্মুক্ত করে থাকে। তবে গ্যালাক্সি নোট সিরিজের ফোন উন্মুক্ত করতে সেপ্টেম্বর মাসটিকে বেছে নেয় স্যামসাং। এ বছরে আগস্ট মাসে গ্যালাক্সি নোট ৫ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। স্যামসাংয়ের এক মুখপাত্র নতুন স্মার্টফোন সম্পর্কে বলেছেন, তাদের প্রতিষ্ঠান কোনো গুজব বা ধারণা সম্পর্কে কোনো মন্তব্য করে না। বর্তমানে স্মার্টফোনের বাজারে শীর্ষস্থানে রয়েছে স্যামসাং। নতুন পণ্য এনেও বাজারে নিজের অবস্থানের পতন আটকাতে হিমশিম খেতে হচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটিকে। বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্স বলছে, এ বছর স্যামসাংয়ের স্মার্টফোনের বাজারে আসার হার ১ শতাংশ কমে যাবে, যা হবে প্রতিষ্ঠানটির প্রথমবারের মতো বার্ষিক শিপমেন্ট কমার ঘটনা। তথ্যসূত্র: রয়টার্স