খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: গ্যালাক্সি অন ৫ মডেলের আরো একটি নতুন ফোন যোগ হল স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজে। এটি স্যামসাংয়ের ওয়েবসাইটে তালিকাভূক্ত হয়েছে। তবে সবচেয়ে বড় কথা এন্ট্রি লেভেলের এই ফোনটির দাম হাতের নাগালে। স্যামসাং গ্যালাক্সি অন ৫ ফোনটিতে আছে ৫ ইঞ্চির টিএফটি এলসিডি ডিসপ্লে। ডিসপ্লেতে ৭২০ পিক্সেল আছে। ফোনটির পুরুত্ব ১৪২.৩ী ৭২.১ী ৮.৫ মিলিমিটার। ফোনটির ব্যাক কভার চামড়া দিয়ে তৈরি করা হয়েছে। অন ৫ ফোনটিতে আছে কোয়াডকোর এক্সিনোস প্রসেসর, ১.৫ জিবি র্যাম এবং ৮ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ আছে। ফোনটি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। ফোনটির রিয়ার ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। ব্যাটারি ২৬০০ মিলিঅ্যাম্পায়ারের। ডুয়েল সিমের এই ফোনটি এলটিই নেটওয়ার্ক সমর্থন করে। ফোনটির মূল্য ১৫৫ ডলার। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় এটির মূল্য দাঁড়ায় ১২ হাজার ৭৫ টাকা।