Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: আলোক বিচ্ছুরণ ঘটিয়ে ক্ষিপ্র গতিতে ডাটা টুইস্টিং, 24মাল্টিপল ডাটা স্ট্রিমিং এবং ডাটা স্থানান্তরের পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাষ্ট্র সিটি কলেজের গবেষক জিওভানি মিলোনি। যার ফলে অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অনলাইনে ডাটা আদান-প্রদানের গতি বাড়াবে এই পদ্ধতি। এ ব্যাপারে এই গবেষক বলেন, সাধারণ মানের ফাইবার কেবল ব্যবহার করায় যেসব ডাটা নষ্ট হয়ে যায় বা ডিজিটাল পথে পরিবহনের সময় সমস্যার সম্মুখীন হয় তা পুনরুদ্ধার করা যাবে। এতে প্রচলিত ইন্টারনেটের গতি চারগুণ বৃদ্ধি পাবে। ডিজিটাল পদ্ধতিতে ডাটা রিটুইস্ট করতে উদ্ভাবনে গবেষকরা রেডিও কমিউনিকেশনের খুবই পরিচিত একটি কৌশল অবলম্বন করেছেন। এ জন্য তারা সেলফোন ও তারহীন প্রযুক্তির রাউটারকে ‘মিমো’ হিসেবে ব্যবহার করেছেন। যেখানে আলোক বিচ্ছুরণকে অ্যান্টেনা হিসেবে ব্যবহার করা হয়। এমনকি এই পদ্ধতিতে ডাটা স্থানান্তরে কোনো রকম বিচ্যুতি ঘটেনি। যেসব ডাটা পথের মধ্যে সিগন্যাল রিসিভ করতে সমস্যায় পড়েছিল, সেগুলোও পুনরুদ্ধার করতে সক্ষম হয় বলে জানান গবেষক দলের প্রধান মিলোনি। এতে দেখা গেছে, পাঁচ কিলোমিটার দূরত্বে সাধারণ অপটিক্যাল ফাইবারের মাধ্যমে গবেষকরা চারটি স্বতন্ত্র আলোক পথে সমান্তরালভাবে ডাটা স্থানান্তর করতে সক্ষম হয়েছেন। গাসগো বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে আলোর মাধ্যমে তথ্যকে টুইস্ট করে এবং সাধারণ পদ্ধতিতে আদান-প্রদান করা হয়। এর অর্থ হচ্ছে সাধারণ পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে চার গুণ গতিতে তথ্য আদান-প্রদান করা সম্ভব হবে। তথ্যভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম- যেমন ফেসবুক, ইউটিউব ইত্যাদি মাধ্যমের জন্য পদ্ধতিটি আশীর্বাদ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।