Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: ভারতের সুপ্রিম কোর্ট মহরাষ্ট্রের বার, হোটেল ও 27রেস্টুরেন্টে নৃত্য পুনরায় চালুর বিষয়ে অনুমতি দিয়েছে। ডান্স বারের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাজ্য সরকারের একটি আইনে স্থগিতাদেশ দিয়ে দেশটির সর্বোচ্চ আদালতের একটি বেঞ্চ আজ এ আদেশ দিয়েছেন। ২০১৪ সালে এ সংক্রান্ত আইনটি করেছিল মহারাষ্ট্র সরকার। খবর টাইমস অব ইন্ডিয়ার। বিচারক দীপক মিশ্র ও প্রফুল্ল সি পান্তের ওই বেঞ্চ মহারাষ্ট্রে ফের ডান্স বার চালুর এ আদেশ দেন। তবে বার, হোটেল ও রেস্টুরেন্টে অশ্লীল নৃত্য নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ক্ষমতা দেয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের ২০১৪ সালের আইনটি রাজ্যের পূর্ববর্তী একটি আইনের সমতুল্য বলেও মত দিয়েছেন বিচারকরা। মহারাষ্ট্র সরকারের একই ধরনের একটি আইন ২০০৯ সালে বাতিল করে দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। আইনটিকে ‘অসাংবিধানিক’ বলে তখন এটিকে বাতিল করে দেয়া হয়েছিল। ফের ২০১৪ সালে ডান্স বারের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাজ্যটি আরেকটি আইন পাশ করেছিল যা এবারও বাতিল করে দিলেন সর্বোচ্চ আদালত।