খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: দেশের ঠোঁট ও তালু কাটা রোগীর চিকিৎসা সেবা দিতে ১৬ সদস্যের একটি কেনিয়ান চিকিৎসক দল আজ বৃহস্পতিবার ঢাকায় পৌঁছেছে। সকালে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের স্বাগত জানান জানান নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। নৌপরিবহণ মন্ত্রণালয়ের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে আসা কেনিয়ান চিকিৎসকরা আগামীকাল শুক্রবার থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ৬ দিন মাদারীপুর সদর হাসপাতালে ঠোঁট ও তালু কাটা রোগীদের চিকিৎসা সেবা দেবেন। দু’জন আমেরিকান ও দু’জন রাশিয়ান চিকিৎসক আজ বিকেলে ঢাকায় এসে তাদের সঙ্গে যোগ দেবেন। কেনিয়ান এই চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন ড. অং টি (অঁহম ঞ)। এই দলের সঙ্গে নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খানের ছোট ভাই কেনিয়া প্রবাসী ড. মাহবুবুর রহমানও রয়েছেন। নৌ পরিবহনমন্ত্রী বলেন, পারিবারিক পর্যায়ে মানবসেবায় আচমত আলী খান ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে দেশের ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের চিকিৎসাসেবার জন্য কেনিয়ান চিকিৎসক দলের বাংলাদেশে আসা। মানবসেবায় আচমত আলী খান ফাউন্ডেশনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খুবই ভাল। এখানে কোন বিদেশি নাগরিকের চলাফেরায় অসুবিধা হচ্ছে না। কেনিয়ান চিকিৎসকরা স্বচ্ছন্দে তাদের কাজ করতে পারবেন। উল্লেখ্য, নৌ-পরিবহন মন্ত্রীর পিতার নামে প্রতিষ্ঠিত মাদারিপুরের এই আচমত আলী খান ফাউন্ডেশন। প্রতিবছর সংগঠনটি ঠোঁট ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে আসছে। এটি তাদের নবমবারের মতো চিকিৎসাসেবা কার্যক্রম।