Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: শষ করে মুক্তির জন্য চুড়ান্ত প্রস্তুতি নিতে শুরু 61করেছে যৌথ প্রযোজনার সিনেমা ‘অঙ্গার’। সিনেমাটির বাংলাদেশি পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, খুব শিগগিরই সিনেমাটির বাদবাকি কাজ শেষ করা হবে। “আমার অন্যান্য সিনেমার চেয়ে অনেক বেশি গুছিয়ে কাজ করেছি ‘অঙ্গার’-এর। এমনকি নির্ধারিত সময়ের দুদিন আগেই সব কাজ সুন্দরভাবে শেষ করেছি। অবিশ্বাস্য মনে হলেও কেবলমাত্র ইউনিটের সবার উদারতা আর কাজের প্রতি নিষ্ঠার কারণেই এটা সম্ভব হয়েছে।” “আসলে শিল্পীদের আগ্রহ, একাগ্রতা থাকলে চলচ্চিত্র নির্মাণ করা সহজ হয়ে যায়। সময় বাঁচলে কিন্তু বাজেটও কিছুটা কমে। আমার মনে হয় বিষয়টি আমাদের শিল্পীদের ভেবে দেখা দরকার।” রোমান্টিক-অ্যাকশন ধাঁচের সিনেমাটি নির্মাণ করছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে প্রোডাকশন্স। সিনেমাটিতে ‘অগ্নি ২’ খ্যাত পশ্চিমবঙ্গের অভিনেতা ওম প্রকাশ সাহানিয়ার বিপরীতে চলচ্চিত্রে অভিষেক ঘটছে ফাল্গুনী রহমান জলির। এক সংবাদ সম্মেলনে জলি বলেছিলেন, পারিবারিক প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে তিনি থিতু হতে চান বিনোদন জগতে। জলি, ওম ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, ভারতের আশীষ বিদ্যার্থী, রজতাভ দত্ত, খরাজ মুখার্জিসহ আরও অনেকে।