খোলা বাজার২৪ ॥ বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০১৫: গ্রাহকের তথ্য বিক্রি করার দায়ে যুক্তরাজ্যের সবচেয়ে বড় অনলাইন ওষুধ বিক্রেতা প্রতিষ্ঠান ‘ফার্মেসী২ইউ’কে ১ লাখ ৩০ হাজার ব্রিটিশ পাউন্ড জরিমানা গুনতে হচ্ছে। বিভিন্ন বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠানের কাছে ক্রেতাদের তথ্য বিক্রি করায় এই জরিমানা ধরা হয়েছে। এই প্রসঙ্গে যুক্তরাজ্যের ‘ইনফর্মেশন কমিশনার্স অফিস (আইসিও)’-এর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “গ্রাহকের তথ্য বিক্রি করে তারা আইন লঙ্ঘন করেছে।” ফার্মেসী২ইউ ২০ হাজারের বেশি গ্রাহকের তথ্য বিক্রি করেছে বলে জানিয়েছে বিবিসি। ফার্মেসী২ইউ-এর ডেটাবেইজে বয়স এবং লিঙ্গ অনুযায়ী প্রায় এক লাখ গ্রাহকের তথ্য সংরক্ষণ করা হয়েছে। এছাড়া তাদের রোগের তথ্যও ডেটাবেইজে সংরক্ষণ করা হয়ে থাকে। তথ্য বিক্রি করে প্রতিষ্ঠানটি ডেটা সংরক্ষণ নীতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ডেপুটি কমিশনার ডেভিড স্মিথ। ওই ঘটনার জন্য ফার্মেসী২ইউ এর পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং পরবর্তীতে গ্রাহকের ডেটা যাতে আরও বেশি সতর্কতার সাথে সংরক্ষণ করা হয় সেই অঙ্গীকার করা হয়েছে।