Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: এবার দুর্গাপূজায় মণ্ডপগুলোর জন্য 6সরকারের পক্ষ থেকে ১৪ হাজার ৬৫১ টন চাল বরাদ্দ ছিল। সরকারের হিসাব অনুযায়ী এবার দেশে পূজামণ্ডপের সংখ্যা ২৯ হাজার ৩০২টি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান জানান, শারদীয় দুর্গাপূজা উৎসব আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ১৪ হাজার ৬৫১ টন চাল বরাদ্দ দিয়েছে। এ চাল জেলা প্রশাসকদের (ডিসি) দেওয়ার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের কাছে মঞ্জুরী দেয়া হয়। পূজামণ্ডপপ্রতি সর্বোচ্চ ৫০০ কেজি করে চাল বিতরণের জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয় বলেও ত্রাণ মন্ত্রণালয় থেকে জানা গেছে।