Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ইকুয়েডরের গালাপাগোস দ্বীপপুঞ্জে দৈত্যাকৃতির কচ্ছপের নতুন এক প্রজাতির সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। অনলাইনে বুধবার এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর টাইম ম্যাগাজিনের।
কচ্ছপগুলোকে আর্কিপিলাগো গোত্রের ১৫তম প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইতোমধ্যে ওই গোত্রের চার প্রজাতির কচ্ছপ পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে।
ইয়েল ইউনিভার্সিটির জীববিজ্ঞানী গিসেলা ক্যাসিওনের নেতৃত্বে একটি দল সান্তা ক্রুজ দ্বীপে বাস করা ওই কচ্ছপগুলোর সন্ধান পান। দ্বীপটিতে প্রায় দুই হাজার প্রজাতির প্রাণীর বসবাস রয়েছে।
গালাপাগোস ন্যাশনাল পার্কের কচ্ছপ সংরক্ষণ বিভাগের প্রধান ওয়াশিংটন তাপিয়া জানান, এ আবিষ্কারের ফলে কচ্ছপগুলো সংরক্ষণ ও বিলুপ্তির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। দ্বীপটিতে এই প্রজাতির প্রায় ২৫০টি কচ্ছপ রয়েছে বলেও জানান তিনি।
দৈত্যাকৃতির নতুন এই কচ্ছপের প্রজাতির নাম দেওয়া হয়েছে চেলোনদিস ডনফায়োস্তোয়। নতুন প্রজাতির কচ্ছপগুলোর গড়ন অন্যান্য কচ্ছপগুলো থেকে ভিন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।