Tue. Sep 16th, 2025
Advertisements

51খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পক্ষে সাক্ষ্য দিতে চাওয়া পাঁচ পাকিস্তানির প্রবেশ নিষিদ্ধ করেছে বাংলাদেশ। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দি এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক খবরে এ দাবি করা হয়েছে। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।
এক্সপ্রেস ট্রিবিউন-এর খবরে বলা হয়, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ১-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর সাকার আটজন সাক্ষীর নাম ঘোষণা করেন। তাঁদের মধ্যে পাঁচ পাকিস্তানি ছিলেন।
ওই ব্যক্তিরা হলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট মিয়া মুহাম্মদ সুমরো, সাবেক তথ্য প্রতিমন্ত্রী ইসহাক খান খাকওয়ানি, মুনিব আরজুমান্দ খান, আম্বার হারুন সায়গল ও রিয়াজ আহমেদ।
পত্রিকাটি দাবি করেছে, ওই পাঁচ ব্যক্তিকে বাংলাদেশে ঢুকতে না দিতে আন্তর্জাতিক বিমানবন্দর অভিবাসন পুলিশের কাছে তাঁদের নাম ও ছবি দিয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। ওই চিঠিতে পাঁচজনকে কালো তালিকাভুক্ত করতে বলা হয়েছে। এ নিষেধাজ্ঞার বিষয়ে পাকিস্তান সরকারের সঙ্গে যোগাযোগও করেছে অভিবাসন পুলিশ।
এ বিষয়ে ইসহাক খান খাকওয়ানি এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, তিনিসহ পাঁচজনের সাক্ষী নিতে না চাওয়ার বিষয়টি নিয়ে তাঁরা বাংলাদেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তাঁদের ঢুকতে না দেওয়ার বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে তাঁরা হতাশ।
এ বিষয়ে টেলিফোনে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে ফোন ধরেন পরিদর্শক রবিউল। তিনি এনটিভি অনলাইনকে বলেন, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। বিষয়টি নিয়ে কিছু বলতে পারবেন না।