Wed. Sep 17th, 2025
Advertisements

57খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: শনিবার জীবনের আরও একটি নতুন বছরে পা রেখে ২৩ বছর বয়সী হতে যাচ্ছে বাংলাদেশের এই সময়ের ঢাকার চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি।
পরীমনি বলেন, ‘আমার অভিনয়ের বয়স খুব বেশি দিনের না। কিন্তু এই অল্প সময়েও দর্শকরা আমাকে যে ভালোবাসা দিয়েছেন তাতে আমি অভিভূত।’
এদিকে আজ শুক্রবার সকালে সারা দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে পেয়েছে তার নতুন ছবি ‘নগর মাস্তান’। জন্মদিনে এটি তাঁর জন্য সেরা উপহার মনে করছেন পরীমনি।
ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে পরীমনির। এরপর মুক্তি পাওয়া তার অন্য ছবিগুলো হচ্ছে ‘পাগলা দিওয়ানা’, ‘আরও ভালোবাসবো তোমায়’ ও ‘লাভার নাম্বার ওয়ান’। সবগুলো ছবিতেই অভিনয় গুণে আলোচনায় ছিলেন পরীমনি।
আগামী ২৭ অক্টোবর থেকে পরীমনি নায়ক বাপ্পীর সঙ্গে শুরু করবেন ‘আপন মানুষ’ ছবির কাজ।