Tue. Sep 16th, 2025
Advertisements

64খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ফুটবল জগতের দুই নক্ষত্রের নাম লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সমস্ত ফুটবল দুনিয়া তুলনা টানেন লিওনেল মেসি-ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে। সকলেই এই দু’জনের সঙ্গে তুলনা টেনে আনন্দ পান। সকলেই উৎসুক মেসি-রোনাল্ডোর খবর নিয়ে।
কিন্তু স্বয়ং মেসি কিন্তু রোনাল্ডোর সঙ্গে তুলনা টানতে পছন্দ করেন না। তিনি নিজের দল ও সতীর্থদের নিয়েই ভাবতে চান। এর বাইরে আর কিছুই ভাবতে চান না তিনি।
কী বলছেন মেসি ? বার্সেলোনার মহাতারকা বলেছেন, ‘লোকে অনেকেই আমার সঙ্গে ক্রিশ্চিয়ানো তুলনা টানে। আমি রোনাল্ডোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করি না। আমি মনে করি রোনাল্ডোও আমার সঙ্গে কোনও প্রতিদ্বন্দ্বিতা করেন না। আমি দলের কথায় ভাবি। সতীর্থদের কথা ভাবি। দলের জন্য নিজের সেরাটা উজাড় করে দিতে চাই। রোনাল্ডো নয় নিজের দল নিয়েই ভাবি আমি । ’