খোলা বাজার২৪ ॥ শুক্রবার, ২৩ অক্টোবর ২০১৫: ডেভেলপার এবং বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে যাচ্ছে মার্কিন ওয়েব প্রতিষ্ঠান টুইটার। অ্যাপ ডেভেলপার এবং বিজ্ঞাপনদাতার সঙ্গে সৃষ্ট জটিল সম্পর্কের উন্নতি করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত টুইটারের।
বুধবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্র্যানসিসকোতে অনুষ্ঠিত টুইটারের বার্ষিক ডেভেলপার সম্মেলনে প্রতিষ্ঠানটির সিইও জ্যাক ডরসি ডেভেলপারদের কাছে দুঃখ প্রকাশ করেন। ডেভেলপারদের উদ্দেশ্যে ডরসি বলেন “কিছু জায়গায় আমাদের সম্পর্ক খারাপ হয়ে গেছে। আমরা এই সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাইছি।”
ডেভেলপারদের পাশাপাশি প্রতিষ্ঠানের আয় বাড়াতে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানের সঙ্গে আরও বেশি কাছে থেকে কাজ করবে টুইটার। বিজ্ঞাপনের মাধ্যমে নির্দিষ্ট কোন মুহূর্তে মানুষ টুইটার নিয়ে কি ধরনের কথা বা কাজ করছে তা জানা যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
এছাড়াও সম্মেলনে টুইটারের নতুন কিছু সফটওয়্যার টুল দেখানো হয়। প্রতিষ্ঠানের ভাইস প্রেসিডেন্ট ক্রিস মুডি ২টি নতুন সফটওয়্যার টুলের ঘোষণা করেন। এই টুলগুলোর মাধ্যমে মানুষ টুইটারে কীভাবে এবং কতটা গভীরভাবে জড়িয়ে রয়েছে তা জানা যাবে।