Tue. Sep 16th, 2025
Advertisements

9খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : বৃহস্পতিবার প্রথম শেয়ার ‘বাইব্যাকেই’ ওয়াল স্ট্রিটের মুনাফা সংক্রান্ত পূর্বানুমান ভেঙে দিয়েছে ওয়েব জায়ান্ট গুগলের নতুন নামধারী প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকর্পোরেট।
এক প্রতিবেদনে সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, আফটার-আওয়ার্স ট্রেডিংয়েও অ্যালফাবেটের স্টকের মাত্রা ছিল শীর্ষে।
অ্যালফাবেটের রাজস্ব ও আয় দুটিই বিশ্লেষকদের গড় অনুমানকেও ছাড়িয়ে গিয়েছে। প্রতিষ্ঠানটির শেয়ার ব্যাইব্যাকের বিষয়টি অপ্রত্যাশিত ছিল বলেই জানিয়েছে সিএনএন। তবে অপ্রত্যাশিত হলেও ওই বাইব্যাক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে ওয়াল স্ট্রিট।
শেয়ারবাজার থেকে যখন কোনো প্রতিষ্ঠান নিজের শেয়ারই ফের কিনে নেয় তখন তাকে শেয়ার বাইব্যাক বা শেয়ার রিপার্চেজ বলা হয়। এর ফলে শেয়ার বাজারে ওই প্রতিষ্ঠানটির বিক্রয়যোগ্য মোট শেয়ারের সংখ্যা কমে যায়। শেয়ার বাইব্যাকের প্রচলিত অর্থ হচ্ছে, প্রতিষ্ঠানটি মনে করছে— যে মূল্যে শেয়ার কেনাবেচা হচ্ছে তা যথেষ্ট নয়।
অ্যালফাবেট প্রসঙ্গে নিডহ্যাম অ্যান্ড কো-এর বিশ্লেষক কেরি রাইস বলেছেন, “তারা বর্তমানে বিজ্ঞাপন থেকে শুরু করে সার্চ, ডিসপ্লে বা মোবাইল যেটার কথাই বলা হোক না কেন. সবকিছুতেই যথেষ্ট ভালো অবস্থানে রয়েছে।” এ ছাড়াও রাইস জানিয়েছেন, ওই ক্ষেত্রগুলো ধরে রাখতে এবং সেখানে নিজের দৃঢ় অবস্থান তৈরির জন্য প্রতিষ্ঠানটি সঠিক কর্মসূচী চালিয়ে যাচ্ছে।
এ ফলাফলটি এমন একটা সময়ে এসেছে, যে সময়ে প্রতিষ্ঠানটি ডেস্কটপ থেকে মোবাইলের দিকে নজর দিয়েছে, আর ডেস্কটপের তুলনায় মোবাইল বিজ্ঞাপন থেকে আয় কম হয় বলেই জানিয়েছে সিএনএন।
তবে এ প্রসঙ্গে গুগল ইনকর্পোরেটের প্রধান নির্বাহী সুন্দর পিচাই বলেছেন, “বর্তমানে বিশ্বজুড়ে মোবাইল ফোনের সার্চ ট্রাফিক ডেস্কটপের ট্রাফিককেও পেছনে ফেলে দিয়েছে।”
‘আফটার-আওয়ার্স ট্রেডিংয়ে’ অ্যালফাবেটের শেয়ার প্রায় নয় শতাংশ বেড়ে ৭৪১ ডলারে দাঁড়িয়ে, ইতোমধ্যেই রেকর্ড গড়েছে। ওই সময়, অ্যালফাবেটের বাজার মূল্য ছিল প্রায় ৫০ হাজার কোটি ডলার। বিষয়টি প্রতিষ্ঠানটিকে দ্বিতীয় বৃহত্তম বাজার মূল্যের স্থানে নিয়ে এসেছিল। বাজার মূল্যের দিক থেকে বিবেচনা করলে এখনও প্রথম স্থানটি মার্কিন টেক জায়ান্ট অ্যাপল ইনকর্পোরেটের দখলেই রয়েছে বলে জানিয়েছে সিএনএন।