Tue. Sep 16th, 2025
Advertisements
fakrul..........................................খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ :ঘটনা তদন্তের আগেই বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, কোনো ঘটনার তদন্তের আগে বিএনপিকে জড়িয়ে বক্তব্য দেওয়া হচ্ছে। আর বিভিন্ন হত্যাকাণ্ডে আইনপ্রয়োগকারী সংস্থা এখন ক্ষমতাসীনদের মতো করে কথা বলছে। এসব অনাকিক্সক্ষত ঘটনার সুষ্ঠু তদন্ত না হলে এক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় আন্তর্জাতিক তদন্ত দাবি করছেন কি না-এমন প্রশ্নের জবাবে ফখরুল বলেন, দেশেই অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা রয়েছে। তবে সমস্য হচ্ছে, তদন্তের আগেই বিএনপিকে জড়িয়ে কথা বলা হচ্ছে।