Mon. Sep 15th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : রানভির সিং মানেই মজাদার সব মন্তব্য। কথিত প্রেমিকা দিপিকা 47পাড়ুকোন সম্পর্কের ব্যাপারে যতটা নিরব রানভির ঠিক ততটাই সরব। সরাসরি স্বীকার না করলেও ইঙ্গিতপূর্ণ কথা বলতে ছাড়েন না ‘রামলিলা’ অভিনেতা। সম্প্রতি ভোগ ইন্ডিয়া ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে এক প্রশ্নের এমন জবাব দিলেন, যা মাথা ঘুরিয়ে দেবে পাঠকদের। ভোগ ইন্ডিয়ার তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল, তার কাছে জন্মদিনের সেরা উপহার কোনটি। নাটুকে রানভির জবাবে বলেন, “গাড়ি, দুষ্প্রাপ্য ঘড়িৃকিন্তু ভুলে যান ওগুলোর কথা। জন্মদিনের সেক্সের ওপর আর কিছু হয় না।” সঙ্গে থাকা দিপিকার অভিব্যক্তি কেমন হয়েছিল সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি।