Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ শনিবার, ২৪ অক্টোবর ২০১৫ : রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বিনিয়োগ এবং 50পণ্যের বাড়তি দামের কারণে পূর্বে অ্যামাজন খুব বেশি লাভ করতে পারেনি। কিন্তু এবার তারা আগের সকল রেকর্ড ভেঙ্গে ভালো লাভ করেছে। অ্যামাজনের প্রধান অর্থ কর্মকর্তা ব্রায়ান ওসাভস্কি এক সংবাদ সম্মেলনে বলেন “সময়ের সঙ্গে সঙ্গে বিনিয়োগ এবং পণ্যের দাম নিয়ন্ত্রনের মধ্যে চলে আসবে।” তিনি আরও বলেন গ্রাহকের সুবিধা হয় এমন কাজের জন্য অ্যামাজন বিনিয়োগ করতেই থাকবে। কিন্তু তারা পণ্যের দাম কমানোর জন্য চেষ্টা করছে। ওয়েব সার্ভিসের মাধ্যমে ১৯০টি দেশে অ্যামাজনের গ্রাহক সংখ্যা ছিল ১০ লাখ। এই সংখ্যা এখন ৭৮ শতাংশ বেড়ে ২.০৯ বিলিয়ন ডলারে গিয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে কেবল উত্তর আমেরিকাতেই তাদের গ্রাহক সংখ্যা বেড়েছে ২৮.৩ শতাংশ। চলতি বছরের জুলাইয়েই সারাবিশ্ব থেকে ৩৪.৪ মিলিয়ন পণ্যের অর্ডার এসেছে প্রতিষ্ঠানটির। বছরের এই প্রান্তে অ্যামাজন ৩৫.১৬ বিলিয়ন মার্কিন ডলার মুনাফা করবে বলে বিশ্লেষকদের ধারণা প্রকাশ করছে রয়টার্স। বৃহস্পতিবার তাদের বিক্রি শেষ করার পর তাদের শেয়ার ৫৬৩.৯১ মার্কিন ডলার থেকে বেড়ে ৬২৫ মার্কিন ডলারে পৌঁছেছে।