Sat. Sep 13th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: রাশিয়ায় সরাসরি বিমানের ফ্লাইট বন্ধ করে দিচ্ছে ইউক্রেন। 9শনিবার মধ্যরাতের পর থেকে এ ফ্লাইট বন্ধ থাকবে। এর ফলে রাশিয়ার ওপর ইউক্রেনের আরোপিত নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সংকট আলোচনা ব্যর্থ হওয়ার পরই এ ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে কিয়েভ। এর ফলে মাসে ৭০ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হবে বলে খবরে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ক্রিমিয়া ইস্যু এবং ইউক্রেনের রাশিয়াপন্থী বিদ্রোহীদের সমর্থন দেওয়ার প্রতিবাদে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কিয়েভ। রাশিয়ার যোগাযোগমন্ত্রী বলেছেন, এর ফলে বছরে শুধু টিকেট বিক্রির ১১ কোটি ডলার ক্ষতি হবে। তবে এই নিষেধাজ্ঞা আরোপে ক্ষোভ প্রকাশ করেছেন উভয়দেশের যাত্রীরা।