খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএসের সমর্থনে তৈরি দুটি ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই দুটি ওয়েবসাইটের বিরুদ্ধে জঙ্গি মতবাদ প্রচারের অভিযোগ রয়েছে। অভিযোগ পাওয়ার পর ভারত সরকারের ইন্টারনেট নজরদারি সংস্থা ‘ইন্ডিয়ান কম্পিউটার এমারজেন্সি রেসপন্স টিমের (আইসার্ট)’ দেওয়া এক প্রতিবেদনের ভিত্তিতে ওই দুটি ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়। স্থানীয় পত্রপত্রিকায় এ-সংক্রান্ত একটি প্রতিবেদনে বলা হয়েছে, আইএস তাদের ভবিষ্যৎ লক্ষ্যবস্তু হিসেবে ভারতের নাম উল্লেখ করে হুঁশিয়ারি দেওয়ায় এই সংগঠন নিয়ে দেশটিতে শংকা বাড়ছে। ভারতের ১২টি রাজ্যে কমবেশি আইএস সমর্থকদের উপস্থিতি লক্ষ করা গেছে। যদিও স্বরাস্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আইএস মতবাদে বিশ্বাসী ভারতীয় সংখ্যা খুব বেশি নয়। কিন্তু যেভাবে ইন্টারনেটে আইএস প্রচার চালাচ্ছে, তাতে ভারতের উদ্বেগ বেড়েছে। তাই চলতি সপ্তাহেই দুটি আইএস ওয়েবসাইট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।