খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: আগামী ২২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএল। রংপুর ও চট্টগ্রামের খেলার মধ্য দিয়ে তৃতীয় আসরের পর্দা উঠতে যাচ্ছে। খেলা ও খেলোয়াড়দের বিষয়ে জানতে খুব বেশি কষ্ট করতে হবে না। হাতের স্মার্টফোন থেকেই জানা যাবে তা। এ জন্য অবশ্য একটি অ্যাপস নামিয়ে নিতে হবে। তেমনি একটি অ্যাপ বানিয়েছে মুমুস। এটির নাম ’বিপিএল ২০১৫ সময়সূচি’। মাত্র সাড়ে ৩ মেগাবাইটের এ অ্যাপ থেকে পাওয়া যাবে সব তথ্য। আন্তর্জাতিক কোন তারকা খেলোয়াড় খেলছেন কোন দলে সেটিও জানা যাবে সুন্দর ও সহজ ইন্টারফেসে তৈরি এ অ্যাপ্লিকেশনে। খেলা শুরু হওয়ার উত্তেজনা ধরে রাখতে যুক্ত আছে কাউন্ট ডাউন টাইমার। ডেভেলপাররা জানান, বিপিএলের সময়সূচি দেয়ার পরই শুরু হয় অ্যাপটি তৈরির কাজ। কাজ শুরুর একদিনের মধ্যেই প্রকাশিত হয় গুগল প্লে স্টোরে। বিনামূল্যে অ্যাপটি ডাউনলোড করা যাবে ঢ়ষধু.