Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: রুমানা আফরোজের উপস্থাপনা ও পরিচালনায় 35বাংলাদেশসহ সারা বিশ্বে ঘটে যাওয়া মিডিয়ার সাম্প্রতিক ঘটনা, নতুন ছবি ও বিশ্ব সংগীতের খোঁজ খবর, তারকাদের জীবনীসহ জানা অজানা তথ্য, গুঞ্জন, মিউজিক ভিডিও, টপচার্ট, পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের নেপথ্য গল্পসহ আরও অনেক শোবিজের খবরাখবর নিয়ে আয়োজিত অনুষ্ঠান ‘শোবিজ ওয়ার্ল্ড’।
মুভি ফ্রিক, মিউজিক ম্যানিয়া, রিভিউ অব ক্ল্যাসিক, স্টার মিরর এবং ফ্লাশব্যাক সেগমেন্ট দিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি।
মুভি ফ্রিক সেগমেন্টে থাকছে হলিউড ও বলিউড টপচার্টের ছবিগুলো নিয়ে প্রতিবেদন। মিউজিক ম্যানিয়া সেগমেন্ট সাজানো হয় ওয়ার্ল্ড অ্যালবাম টপচার্টে থাকা অ্যালবাম নিয়ে প্রতিবেদন, ইউএস বিলবোর্ড অ্যালবাম টপচার্টের শীর্ষে থাকা অ্যালবামের পরিচিতি এবং বাংলাদেশি শিল্পীর জনপ্রিয় গানের মিউজিক ভিডিও।
রিভিউ অব ক্ল্যাসিক পর্বে থাকে বিশ্বখ্যাত কোনো চলচ্চিত্র নিয়ে কথামালা। এছাড়াও ফ্ল্যাসব্যাকে থাকছে বিনোদন দুনিয়ার সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া খবরাখবর।
এটিএন বাংলায় আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা ১৫মিনিটে প্রচার হবে শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘শোবিজ ওয়ার্ল্ড’।