Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: বাংলাদেশ নিউজ২৪ : রবিবার, ২৫ অক্টোবর ২০১৫
40অমাঠে দাঁড়িয়ে থেকেই নিজের রেকর্ডটা ভেঙে যেতে দেখলেন বিরাট কোহলি। হাশিম আমলা কেড়ে নিয়েছেন কোহলির রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে এতদিন দ্রুততম ৬ হাজার রান করার রেকর্ড ছিল ভারতের বিরাট কোহলির। রবিবার সেই রেকর্ড নিজের করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা। কোহলির চেয়ে ১৩ ম্যাচ কম খেলেই ওয়ানডেতে ৬০০০ রান পূর্ণ করেছেন তিনি।
রবিবার মাঠে গড়িয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে। দুপুর ২ টায় মাঠে গড়ানো এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করছে অতিথি দক্ষিণ আফ্রিকনার। আর দলের হয়ে ইনিংস ওপেন করতে নেমে দ্রুততম ৬০০০ ওডিআই রানের রেকর্ডে নিজের নাম লিখে নিয়েছেন আমলা।
এই ম্যাচ খেলতে নামার আগে ১২৫ ম্যাচে আমলার সংগ্রহ ছিল ৫,৯৮৫ রান। ফলে ৬ হাজারী ক্লাবে ঢুকতে তার প্রয়োজন ছিল ১৫ রান।
মাত্র ১৩৬ ম্যাচ খেলেই দ্রুততম সময়ে ৬ হাজার রান করেছিলেন কোহলি। আর আমলা তা করে দেখালেন ১২৩তম ম্যাচে।
তবে রেকর্ড গড়লেও এই ম্যাচে বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন আমলা। ব্যক্তিগত ২৩ রানে ভারতীয় পেসার মোহিত শর্মার বলে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফিরতে হয়েছে ওয়ানডেতে ২১ সেঞ্চুরির মালিককে।