বাহারি হেডফোন এয়ারফোন
খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: মিউজিক উপভোগে নতুন মাত্রা দিতে বাংলাদেশে এলো চীনের এয়ারফোন ও হেডফোন ব্র্যান্ড মসিডুন। বাংলাদেশের সঙ্গীতপ্রেমীদের মন জয় করতে মসিডুন ব্র্যান্ডটিকে বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে সানটিকস টেকনলজিস। এই এয়ারফোন ও হেডফোনগুলো আইফোন, স্যামসাং-সহ বাজারের বেশিরভাগ অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহারযোগ্য। এর রয়েছে একাধিক মডেল।
এমএসডি এইচ-১
এম এস ডি এইচ ১ হেডফোন মডেলটি স্টাইলিশ শ্রোতাদের জন্যে ভিন্ন মাত্রা নিয়ে আসবে। আপনি একজন রক মিজিশিয়ান-ই হন, একজন অ্যাথলেট হন, কিংবা হন এক জন রক ঘরানার শ্রোতা, এম এস ডি এইচ ১ এর সাউণ্ড এবং গুণগত মান আপনাকে তৃপ্ত হতে বাধ্য করবে। এই মডেলটি মোবাইল ডিভাইস, ল্যাপটপ, ডেক্সটপ, ট্যাবলেট যে কোন কিছুতে ব্যবহার করা যায়।
মসিডুন এম৩০
যারা এয়ারফোনে মিউজিকের বাইরেও চান আরেকটু বেশি কিছু, তাদের জন্যে রয়েছে মসিডুন এম৩০। এই মডেলটিতে ডায়মন্ড স্টাইলের ডিজাইন রয়েছে। নারীরা মেয়েরা সহজেই এই এয়ারফোনটিকে তাদের মোবাইল বা ট্যাবলেট এক্সেসরিজ হিসেবে ব্যবহার করতে পারেন। এতে রয়েছে আরও একটি আকর্ষণীয় ফিচার, সেলফি বাটন।
মসিডুন এইচ-৪
মসিডুন এইচ-৪ মডেলটি স্পোর্টস, জগিং, সাইক্লিং-এর সময় ব্যবহারের জন্য বেশ সুবিধাজনক। এতে রয়েছে বিল্ট-ইন মাইক যা আপনাকে সহজেই হাতের সাহায্য ছাড়াই কথা বলতে সহায়তা করবে।
অন্যান্য মডেল
এছাড়া মসিডুনের এম-১০ এবং এম-১২ মডেল দু’টিতে রয়েছে লুমিনিটি ফিচার।
হেডফোনগুলোর দাম ৩৫০ থেকে ১ হাজার ৭০০ টাকার মধ্যে।