Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: রাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে বিদেশীদের 49নিরাপত্তায় পুলিশ কর্তৃক গৃহীত পদক্ষেপ যথাযথভাবে প্রচারের মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানানোর সুপারিশ করা হয়েছে।
এছাড়া পুলিশ বাহিনীতে কাউন্টার সেল গঠন ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে শক্তিশালী নিরাপত্তা বাহিনী গঠনের সুপারিশ করা হয়।
দশম জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১০ম বৈঠক আজ এই সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি টিপু মুন্সী।
বৈঠকে কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন, মো. শামসুল হক টুকু, ওমর ফারুক চৌধুরী, আবুল কালাম আজাদ এবং কামরুন নাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
বৈঠকে ইতালি ও জাপানের নাগরিক হত্যার সর্বশেষ তথ্য এবং বিদেশী নাগরিকদের নিরাপত্তা, চাঞ্চল্যকর মামলাসমূহের (নারায়নগঞ্জের সেভেন হত্যা, রাজন এবং রাকিব হত্যা মামলা) সর্বশেষ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।
কমিটি পুলিশ কর্তৃক আটককৃত মালিকানাহীন গাড়ি পুলিশ যাতে ব্যবহার করতে পারে সেজন্য আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটা নীতিমালা প্রণয়নের সুপারিশ করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপি ও ডিএমপি কমিশনারসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।