খোলা বাজার২৪ ॥ রবিবার, ২৫ অক্টোবর ২০১৫: বিশ্বের বিভিন্ন দেশে গত ছয় মাস ধরে অ্যাপল ওয়াচ পাওয়া যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার ভারতে আসছে অ্যাপলের স্মার্টওয়াচ । আগামী নভেম্বরে অ্যাপল ওয়াচ ভারতের বাজারে ছাড়া হবে ।
তবে অ্যাপল ওয়াচের দাম সম্পর্কে এর অফিসিয়াল ওয়েবসাইটে কিছু উল্লেখ করা হয়নি ।
স্মার্টওয়াচটি ৩৮ এবং ৪২ মিলিমিটার এই দুটি আকারে পাওয়া যাবে । এ ছাড়াও এটি তিনটি ভিন্ন ধরণে পাওয়া যাবে । এগুলো হলো- অ্যাপল ওয়াচ, অ্যাপল ওয়াচ এডিশন এবং অ্যাপল ওয়াচ স্পোর্টস ।
অ্যাপল স্মার্টওয়াচের ফোর্স টাচ এবং ডিজিটাল ক্রাউন এই দুটি ফিচার বাজারের অন্যান্য স্মার্টওয়াচগুলো থেকে আলাদা ।
ডিজিটাল ক্রাউন দিয়ে স্ক্রিনকে স্ক্রল এবং বড় করা যায় । এছাড়া এর সাহায্যে পূর্ববর্তী পেজে ফেরত যাওয়া যায় । আর ফোর্স টাচ ফিচারটি মৃদু স্পর্শ এবং জোরে চাপ দেওয়ার মধ্যে পার্থক্য করতে পারে ।