Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

10খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ সম্প্রতি ফেইসবুকে শেয়ার করেছিলেন মাহিয়া মাহির সঙ্গে ছবি। আর তাতে অনেকের মনে হচ্ছিল জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে মাহি আবারও পথ হাঁটতে চলেছেন।
কিন্তু সন্দেহের কোনো অবকাশ রাখলেন না মাহি। ফেইসবুকে তিনি লিখেছেন, “গত ৪ বছরে ছিল অনেক শাসন, আদর, ভালবাসা আর অভিমান।। ছিল হাঁটি হাঁটি পা পা করে চলচিত্রে আসার ৪টি বছর।। আর এর সবটুকু দায়িত্ব খুব যতেœ পালন করেছিলেন আমার “ভাইয়া”। আমি এখন হাঁটছি। একা।। রাস্তাটা তারই বানিয়ে দেয়া।। তিনি শুধু এসেছিলেন দোয়া করতে অনেক ভালবাসা নিয়ে।”
একইসঙ্গে ‍তিনি নিশ্চিত করেন “আপাতত জাজের সাথে কোনো কাজ হচ্ছে না।।”
মাহি আরও লেখেন, “আগামী এক বছর আমি যেন সবার কাজ ভালভাবে করতে পারি তার জন্যই এই দোয়া।। সবাই আমার জন্য দোয়া করবেন।।”
শনিবার রাতে আবদুল আজিজ নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে দুটি ছবি পোস্ট করেন, যার সঙ্গে লেখা ছিল, “আমরা আমরাই”।
শেষ জাজ প্রযোজিত ‘অগ্নি ২’ সিনেমায় দেখা গেছে মাহিকে। সিনেমাটি মু্ক্িতর দুমাস আগে জাজের এক কর্মকর্তা জানান, মাহিকে নতুন প্রকল্পে যুক্ত করছেন না তারা।
এর আগেই এপ্রিল মাসে দুই নতুন অভিনেত্রী নুসরাত ফারিয়া ও ফাল্গুনী রহমান জলিকে পরিচয় করিয়ে দেয় জাজ। ফারিয়া অভিনীত ‘আশিকী’ মুক্তি পেয়েছে সম্প্রতি, জলি অভিনীত ‘অঙ্গার’-এর শুটিং শেষ হয়েছে।
সেপ্টেম্বর মাসে এক সংবাদ সম্মেলনে আব্দুল আজিজ বলেন, “জাজ যদি ‘অগ্নি’র আর কোনো সিকুয়াল বানায়, তবে তাতে প্রধান চরিত্রে মাহিয়া মাহিই থাকবেন।”
সে সময় মাহি গ্লিটজ বলেন, “জাজ আপাতত কোনো ছবির ব্যাপারে আমার সঙ্গে কথা বলছে না। কিন্তু তারা যদি নতুন কোনো ছবির ব্যাপারে আমাকে বলে, আমি নিশ্চয়ই অভিনয় করব।”