Wed. Sep 17th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: মৌসুমের শুরু থেকে বারবার হোঁচট খাওয়া ইউভেন্তুস ঘ20রোয়া লিগে আরেকটি জয় পেয়েছে। পাওলো দিবালার নৈপুণ্যে আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
ইতালির শীর্ষ লিগ সেরি আর এবারের আসরে নয় ম্যাচে ইউভেন্তুসের এটা মোটে তৃতীয় জয়।
ইউভেন্তুস স্টেডিয়ামে রোববারের এই ম্যাচে দুই অর্ধে একটি করে গোল স্বাগতিকরা। দলকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোলেও অবদান রাখেন দিবালা।
২৫তম মিনিটে বল পায়ে বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে ২৫ গজ দূর থেকে চমৎকার শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার।
৪৯তম মিনিটে দিবালার নীচু ক্রস ছোট ডি বক্সে পেয়ে সহজেই বল জালে জড়ান মারিও মানজুকিচ।
৭৩তম মিনিটে আতালান্তার ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফায়েল তোলোই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। এক জন কম নিয়ে বাকি সময়ে আর লড়াই করতে পারেনি অতিথিরা।
৭৯তম মিনিটে ব্যবধান বাড়াতে পারতো ইউভেন্তুস। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারেননি পল পোগবা।
এই জয়ে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত দ্বাদশ স্থানে উঠে এসেছে ইউভেন্তুস। আতালান্তার পয়েন্ট ১৪।
দিনের অন্য ম্যাচে সাস্সুয়োলোকে ২-১ গোলে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে এসি মিলান। সাস্সুয়েলোর পয়েন্ট ১৫।
শনিবার রাতে পালেরমোর সঙ্গে ১-১ গোলে ড্র করা ইন্টার মিলানের পয়েন্ট ১৮।