খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: ফেসবুক তাদের সার্চ অপশনটি হালনাগাদ করছে। এর ফলে সবার পাবলিক পোস্টগুলো সহজে খুঁজে পাওয়া যাবে। আপনার পোস্ট যাতে ফেসবুকের সার্চে সহজে না আসে সেটি আটকাতে চান? ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ফেসবুকে ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখতে বা অন্য কোনো সাইটে যাতে ব্যবহারকারী না চলে যান তা আটকাতে এ ব্যবস্থা আনা হয়েছে।
ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুকে যে বিষয়টি নিয়ে বেশি মাতামাতি বা আলোচনা হবে সেটি খুঁজে বের করার প্রক্রিয়াকে আরও সহজ করছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের সার্চ বিভাগের ভাইস প্রেসিডেন্ট টম স্টকি এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ফেসবুক সার্চকে হালনাগাদ করা হচ্ছে। বন্ধু ও পরিবারের সদস্যদের সহজে খোঁজার পাশাপাশি গুরুত্বপূর্ণ বিষয়গুলো খুঁজে বের করার প্রক্রিয়াটিও সহজ হচ্ছে।
স্টকি বলেন, বিশ্বে যখন কোনো কিছু ঘটে, মানুষ তখন ফেসবুকে এসে তাঁর বন্ধু-বান্ধবের প্রতিক্রিয়া খেয়াল করে।
ফেসবুকে সার্চ বিষয়টিকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে ফেসবুকের এই কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরে সার্চ নিয়ে ফেসবুক কাজ করছে। দুই ট্রিলিয়নের বেশি পোস্টের একটি ইনডেক্স বানানো হয়েছে। বর্তমানে প্রতিদিন ১৫০ কোটিরও বেশি সার্চ হচ্ছে ফেসবুকে।
গুগল যদি সার্চ ইঞ্জিন হিসেবে প্রয়োজনীয় সবকিছু দেখাতে পারে, ফেসবুক কর্তৃপক্ষ ভাবছে গুগলের মতো তারাও উন্নত অনুসন্ধানে সেবা দিতে পারবে।
এ ছাড়াও নতুন প্রাইভেসি ফিচার সেটিংস ও টুলসের মধ্যে ফেসবুক ব্যবহারকারীরা একটি সেকশন পাবেন যার নাম হবে ফিউচার পোস্ট। এ ফিচারের অধীনে কোন পোস্টটি পাবলিক পোস্ট করে রাখা যাবে তার নিয়ন্ত্রণ সুবিধা পাবেন ব্যবহারকারী।
ফেসবুক কর্তৃপক্ষ সম্প্রতি বিজ্ঞাপন সার্চের বাজারের কিছুটা অংশ দখল করতে পারবে বলে আশা করছে। এ ক্ষেত্রটিতে এখন গুগলের আধিপত্য রয়েছে। বিজ্ঞাপন সার্চের অর্ধেকের বেশি আয় গুগলের পকেটে যায়।
ফেসবুক এখনো তাদের নতুন ফিচারটির কোনো নাম দেয়নি। বিশ্বের সব ফেসবুক ব্যবহারকারীর পোস্ট ও কনভারসেশন ইনডেক্স করার মাধ্যমে ফেসবুকে কোন পোস্ট সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা সহজেই ধরতে পারবে।
গুগলের সার্চ রেজাল্টে কয়েক সেকেন্ডের মধ্যেই ফেসবুকের সার্চ রেজাল্টে দেখা যাবে।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে ফেসবুকের এক কর্মকর্তা জানিয়েছেন, ব্যবহারকারীর পোস্ট কে দেখবে আর কে দেখবে না তার নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে থাকবে। পোস্টটি পাবলিক হবে নাকি প্রাইভেট হবে যেকোনো সময় তা নির্ধারণ করে দিতে পারবেন ব্যবহারকারী।