খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: সম্প্রতি বুমেরাং নামে একটি ভিডিও সেবা চালু করছে ফটো শেয়ারিং ওয়েবসাইট ইনস্টাগ্রাম। অ্যাপলের আইফোন ৬এসের লাইভ ফটোজ সেবাটির প্রতিদ্বন্দ্বী হবে এটি।
বুমেরাং নামের ভিডিও অ্যাপ্লিকেশনটির মাধ্যমে এক সেকেন্ডের জিআইএফ তৈরি করতে পারবেন ব্যবহারকারী। বুমেরাং সেবাটি অনেক ছবি একত্রে গেঁথে উন্নতমানের ছোট ভিডিও তৈরি করে। ইনস্টাগ্রামের এই সেবাটি অ্যাপলের লাইভ ফটোজ ও টুইটারের ভাইনের সরাসরি প্রতিদ্বন্দ্বী হবে বলেই মনে করছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।
ফেসবুকের অধীন ফটো শেয়ারিং নেটওয়ার্কটির এক ব্লগ পোস্টে বলা হয়েছে, ব্লুমবার্গ নতুন ভিডিও অ্যাপ্লিকেশনটি প্রতিদিনের কিছু মুহূর্তকে মজার করে তুলতে পারবে। সাধারণ কোনো সেলফি বা ছবিকে মজার ভিডিও হিসেবে রূপান্তর করার সুবিধা দেবে বুমেরাং। অ্যানিমেটেড ইমেজ বা জিআইএফের চেয়ে বুমেরাং ভিডিওতে অধিক মজার অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী। এ ধরনের ভিডিও সামনে-পেছনে টানা যাবে।
ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ দাবি করেছে, সম্প্রতি ৪০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে তারা। তবে বর্তমানে স্ন্যাপচ্যাটের মতো সেবাগুলোর সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে ইনস্টাগ্রামকে।