খোলা বাজার২৪ ॥ সোমবার, ২৬ অক্টোবর ২০১৫: সাইবার হামলার শিকার হয়েছেন ব্রিটিশ টেলিযোগাযোগ প্রতিষ্ঠান টকটকের গ্রাহকরা। অনেকের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে এখন বিভিন্ন অংকের মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে জানিয়েছেন গ্রাহকরা।
ইতোমধ্যে এই ঘটনায় পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছে সংবাদসংস্থা স্কাই নিউজ।
টকটকের একজন মুখপাত্র বলেন, “আমরা নিশ্চিত কেউ দায় স্বীকার করেছেন আর অর্থ চেয়ে যোগযোগ করেছে। বাকি সবকিছু পুলিশের বিষয়।” এ বিষয়ে ৪০ লাখ গ্রাহকের কাছে একটি মেসেজ পাঠিয়েছে টকটক।
ঘটনার তদন্তকারী স্কটল্যান্ড ইয়ার্ডের সাইবার অপরাধ ইউনিটের একজন মুখপাত্র বলেন, “আমরা এই তথ্য নিয়ে সতর্ক, আর এটি আমাদের তদন্তের অংশ।”
চলতি সপ্তাহে একটি ‘জোরালো ও শক্তিশালী’ সাইবার হামলার ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবহারকারীদের ক্রেডিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চুরি হয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। গ্রাহকদের নাম, জন্মতারিখ, ঠিকানা আর ফোন নাম্বারও নেওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে টকটক।
প্রতিষ্ঠানটির ৪০ লাখ গ্রাহককে ‘সামনের কয়েক মাস’ তাদের অ্যাকাউন্টে কোনো সন্দেহভাজন কার্যক্রম হয় কি না সে দিকে নজর রাখতে আর অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করতে অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি।
হিলারি ফস্টার নামের একজন গ্রাহক বলেন, “আমি অনলাইনে আমার ব্যাংক স্টেইটমেন্ট দেখতে যাই, তখন কিছু লেনদেন দেখতে পাই যা আমি জানতাম না, আর এখন জানলাম এগুলো আমার করা না।”
প্রতিষ্ঠানটি ‘অত্যন্ত গুরুত্ব সহকারে’ এই সাইবার আক্রমণের বিষয়টি দেখছেন বলে জানিয়েছেন টকটক প্রধান ডিডো হার্ডিং বলেন। তিনি বলেন, “আমরা সব গ্রাহকের সঙ্গে যোগাযোগ করে পূর্বসতর্কতা নিচ্ছি, কারণ এখন নিয়মিত ব্যাংক আর ক্রেডিট কার্ড সংশ্লিষ্ট তথ্য চুরি হচ্ছে। কিন্তু এই মূহুর্তে আমি বিষয়টি আসলে কি তা নিয়ে নিশ্চিত হতে পারছি না।”
একই ধারায় এই নিয়ে তৃতীয়বারের মতো সাইবার হামলার শিকার হলো টকটক গ্রাহকরা।