Sun. Sep 14th, 2025
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: লেবাননে মাদক চোরাচালানের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 3সৌদি রাজপুত্র আব্দুল মুহসেন বিন ওয়ালিদ বিন আব্দুল আজিজ আলে সৌদ।
সোমবার দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
সোমবার লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে সৌদি রাজপুত্রের ব্যক্তিগত বিমানটি অবতরণের পর তাতে তল্লাশি চালায় দেশটির নিরাপত্তা বাহিনী।
৫০তারা বিমানে ঢুকে বিস্মিত হয়ে পড়েন-‘এ যেন মাদকের গুদাম’। ব্যক্তিগত বিমানটি থেকে ২৪ ব্যাগ ও আটটি স্যুটকেস উদ্ধার করেন। এর প্রতিটিতেই রয়েছে মাদক দ্রব্য ‘কেপটাগন’।
বিমানটির পরবর্তী গন্তব্য ছিল সৌদি আরব। পুলিশ বলেছে, প্রায় দুই টন মাদক বহন করছিলেন ওই রাজপুত্র। মাদক দ্রব্য উদ্ধারের পর রাজপুত্র আব্দুল মুহসেন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এ বিষয়ে তদন্ত শুরু করেছে লেবাননের পুলিশ।
কেপ্টাগন সৌদি আরবের তরুণদের মাঝে বেশ জনপ্রিয় একটি মাদক। তাকফিরি সন্ত্রাসীয় গোষ্ঠী আইএসআইএলের সদস্যরাও ব্যাপকভাবে কেপ্টাগন পিল সেবন করে থাকে। তারা মাদক সেবনের পরই তান্ডবলীলায় মেতে উঠে।
লেবাননের মনোরোগ বিশেষজ্ঞ রামজি হাদ্দাদ ওই মাদক সম্পর্কে বলেছেন, এটি পিল আকারে পাওয়া যায়। কেপ্টাগন পিল খাওয়ার পর একজন মাদকসেবী প্রথম দিকে নিজের ভেতরে উদ্দীপনা অনুভব করে। কোনো খাবার না খেয়ে দীর্ঘ সময় নির্ঘুম থেকে বিরতিহীনভাবে কথা বলে যেতে পারে। কিন্তু এ মাদক চূড়ান্তভাবে একজন মানুষের জীবনকে পুরোপুরি বিনষ্ট করে দেয়।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ২৮ বছর বয়সী আর এক সৌদি প্রিন্স মাজেদ আবদুল আজিজ আল-সৌদকে যৌন অপরাধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটক করা হয়। তিনি ব্রেভারি হিলস ম্যানসনের এক কর্মীকে জোরপূর্বক তাঁর সঙ্গে যৌন কাজ করতে বাধ্য করেন।