Fri. May 2nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিকে (এনএসএ) 4নজরদারির অভিযোগে আদালতে দোষী প্রমাণিত করতে পারছে না মামলার বাদীরা! এনএসএ তাদের উপর নজরদারি চালিয়েছিল—এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণই নাকি আদালতে উপস্থাপন করতে পারছেন না তারা।
এক প্রতিবেদনে প্রযুক্তিবিষয়ক সাইট দ্য ভার্জ জানিয়েছে, প্রমাণের অভাবে বিভিন্ন আদালতের বিচারকরা, এমনকি সর্বোচ্চ আদালত পর্যন্ত এনএসএ এর পক্ষে রায় দিতে বাধ্য হচ্ছে।
এরকম এক রায়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত জানিয়েছে, আদালতে উপস্থাপিত প্রমাণ থেকে এটা নিশ্চিত হওয়া সম্ভব নয় যে এনএসএ ওই বাদীর ডেটা সংগ্রহ করার জন্যই আলাদা নজরদারি কর্মসূচী চালাচ্ছিল!
সম্প্রতি ওই একই কারণে মামলায় এনএসএ এর কাছে হার মানতে হয়েছে এসিএলইউ, উইকিমিডিয়া, দ্য নেশন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ আরও বেশ কিছু সংখ্যক প্রতিষ্ঠান।
এনএসএ এর বিরুদ্ধে করা এক মামলার রায়ে মার্কিন বিচারক টিএস এলিস বলেন, “বাদীদের যুক্তি সন্তোষজনক নয়, কৌশলগত বিশ্লেষণে অসম্পূর্ণ এবং অনুমানের উপর নির্ভরশীল।” বিচারক আরও জানিয়েছেন, যুক্তিসঙ্গত প্রমাণ না থাকায় উইকিপিডিয়া এনএসএ এর নজরদারি কর্মসূচীর আওতায় পড়েছিল কিনা সে বিষয়টি পরিষ্কার নয়।
সাম্প্রতিক ওই মামলায় বাদী পক্ষের অভিযোগ ছিল, এনএসএ এর নজরদারি কর্মসূচীর ফলে তাদের গ্রাহকদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে।