Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০১৫: খুদে ব্লগ (মাইক্রোব্লগিং) লেখার সাইট টুইটার এবার প্রতিটি 22অ্যাকাউন্ট থেকে জরিপ করার এবং ভোট নেওয়ার আলাদা সুবিধা চালু করেছে। এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজের অ্যাকাউন্ট থেকেই যেকোনো বিষয় বা প্রশ্ন রেখে অন্যান্য ব্যবহারকারীর ভোট নিতে পারবেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য মতামত নেওয়ার দারুণ এ সুবিধা ইতিমধ্যে সক্রিয় হয়ে গেছে টুইটারে আইওএস, অ্যান্ড্রয়েড অ্যাপে। একই সুবিধা সক্রিয় করা হয়েছে ওয়েবসাইটেও। টুইটারে কম্পোজ বক্সের নিচে ছবি যোগ করা, লিংক যোগ করা ইত্যাদি সুবিধার পাশাপাশি বর্তমানে নতুন আইকন হিসেবে ভোটিং সুবিধাটি চালু হয়েছে। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যে এ সেবাটি পাচ্ছেন টুইটারের মাসিক সক্রিয় ৩১ কোটি ৬ লাখ ব্যবহারকারী। এর আগেও টুইটার কার্ড পোলস, হ্যাশট্যাগ ভোটস, ফেবারিট অথবা রিটুইট ভোট নামেও একাধিক ভোটিং সুবিধা চালু করেছিল টুইটার কর্তৃপক্ষ।
নতুন পদ্ধতিতে ব্যবহারকারীরা একটি প্রশ্ন করে সেখানে দুটি উত্তর প্রদর্শনের সুযোগ পাবেন। আগ্রহীরা সেখানে ভোট দিতে পারবেন। ভোট দেওয়ার সময় শেষ হওয়ার ২৪ ঘণ্টা পর ভোটের ফলাফল ওই ব্যবহারকারীকে জানিয়ে দেওয়া হবে। বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে থাকা এ ভোটিং ব্যবস্থা মূল টুইটারেই শুধু ব্যবহার করা যাবে। টুইটারের অন্যান্য সেবার (যেমন টুইটডেক) ক্ষেত্রে এমন সুবিধা পাওয়া যাচ্ছে না। টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বিভিন্ন ক্ষেত্রে ভোট ও মতামত দেওয়ার পদ্ধতিকে সহজ করতে টুইটারের এমন উদ্যোগ। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কীভাবে সাধারণ ব্যবহারকারীরা সহজেই নিজের মত দিতে পারেন, সেটি নিশ্চিত করার এমন উদ্যোগ বিভিন্নভাবে ব্যবহৃত হতে পারে।
ভেঞ্চারবিট