Sat. Sep 13th, 2025
Advertisements

11খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : ইউরোপে আক্রমণ করার পরিকল্পনা নিয়েছে ইসলামিক স্টেট। তাদের বিদেশি বন্ধুদের সহায়তায় এই হামলা করা হবে। সোমবার ফরাসি গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে এ কথা বলা হয়। খবর ইন্দো-এশিয়া নিউজের।
প্রতিবেদন বলা হয়, ইউরোপের বিভিন্ন দেশ আইএস জিহাদি বলে যাদের শনাক্ত করেছে তাদের সম্পর্কে তথ্য শেয়ার করেনি ইউরোপীয় দেশগুলো। যার ফলে দেখা যাবে একদিকে জার্মান অথবা স্পেনীয় আইএস জিহাদিরা ফ্রান্স আক্রমণ করবে। অন্যদিকে ফ্রান্সের জিহাদিরা জার্মানি অথবা স্পেনে আক্রমণ করবে।
সন্ত্রাস নিয়ে ইউরোপীয় দেশগুলোর সমন্বয়হীনতা এর জন্য দায়ী।
গোয়েন্দা প্রতিবেদনে আরও বলা হয়, আইএসের এমন পরিকল্পনা ইতিমধ্যে দেখা গেছে। গত ২১ আগস্ট আমস্টারডাম-প্যারিস ট্রেনে হামলা চালাতে চেষ্টা করেছিল আইয়ুব আল-খাজানি নামের এক যুবক। খাজানি মরক্কোর নাগরিক। কিন্তু স্পেনের বাসিন্দা ছিল।
এ মুহূর্তে সিরিয়া ও ইরাকে ৫০০ ফরাসি নাগরিক ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করছে। ১ হাজার ৭ শ’ ফরাসি নাগরিক এ পর্যন্ত মারা গেছে। গোয়েন্দা প্রতিবেদনে এসব বলা হয়।