Sun. Sep 14th, 2025
Advertisements

14খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : সুইডেনের স্টকহোমে বৃহস্পতিবার উদ্বোধন করা হলো ধর্ষিত পুরুষদের জন্য বিশ্বের প্রথম হাসপাতাল। বিশ্বের অনেক দেশেই ধর্ষণের শিকার, শারীরিক নির্যাতনের শিকার হওয়া নারীদের জন্য বিশেষ হাসপাতাল, পুনর্বাসন কেন্দ্র রয়েছে। কিন্তু নির্যাতিত পুরুষের জন্য কোথাও এরকম ব্যবস্থা দেখা যায় না। শারীরিক নির্যাতনের শিকার কেবল নারীই হন তা ঠিক নয়। বহুক্ষেত্রে পুরুষদেরও যেতে হয় ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে। আর ইউরোপে পুরুষ নির্যাতনের ঘটনার সংখ্যা উত্তরোত্তর বাড়ছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এক বছরে পুরুষদের ধর্ষিত হওয়ার ঘটনা বেড়েছে সুইডেনসহ গোটা ইউরোপে। সুইডেনে ২০১৪ সালে ৩৭০ জন পুরুষ যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। আর গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশের রিপোর্ট বলছে, গত এক বছরে ম্যাঞ্চেস্টারে এই ধরনের ঘটনার সংখ্যা দ্বিগুণ বেড়েছে। ২০১৪ সালের এপ্রিল পর্যন্ত ম্যাঞ্চেস্টারে ৮৪ জন পুরুষ ধর্ষিত হয়েছেন, শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৯৩ জন। তার আগের বছরের রিপোর্টে যা যথাক্রমে ছিল ৩৫ ও ৬৯ জন।