খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : সময়ের সঙ্গে সঙ্গে ব্যবসায়িক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। এর সঙ্গে আবার আসে নিরাপত্তার ব্যাপারটা। প্রযুক্তির নিরাপত্তায় প্রয়োজন পর্যাপ্ত তথ্যজ্ঞান ও নিরাপত্তা-প্রস্তুতি। বিষয়টি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তথ্যপ্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে পাল্টে যায় সাইবার হুমকির ধরনও। নতুন প্রযুক্তি ব্যবহারের ঝুঁকি মোকাবিলা বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাইবার নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সচেতন হতে হবে। গত সোমবার সন্ধ্যায় ঢাকায় সিটিও ফোরাম বাংলাদেশ এবং পালো আল্টো নেটওয়ার্ক আয়োজিত ‘ক্র্যাক দ্য কোড: প্রিভেন্ট অ্যাডভান্স থ্রেটস’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে মূল বিষয় নিয়ে আলোচনা করেন পালো আল্টো নেটওয়ার্ক, ভারতের ব্যবস্থাপনা পরিচালক আনিল ভাশান। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির অভিনব উদ্ভাবন এবং সেবা যেমন ক্লাউড কম্পিউটিং, সামাজিক যোগাযোগমাধ্যম ইত্যাদির ব্যবহার বাড়ছে। এখনই এর নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বেশি সতর্কতা অবলম্বন করতে হবে।
সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকার বলেন, ‘ইন্টারনেটভিত্তিক ব্যবসা কার্যক্রম এবং সামাজিক যোগাযোগের ক্ষেত্রে সাইবার অপরাধ এখন বড় হুমকি। এটি মোকাবিলার জন্য আগে থেকেই যেমন প্রস্তুতি প্রয়োজন তেমনি সাইবার নিরাপত্তা বিষয়ে পর্যাপ্ত জ্ঞানও জরুরি।
সেমিনারে বক্তব্য দেন ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রধান অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, সাউথইস্ট ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এস এম মাঈনউদ্দিন চৌধুরী এবং কমার্শিয়াল ব্যাংক অব সিলনের তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান ইজাজুল হক। নিজস্ব প্রতিবেদক