Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪ ॥ বুধবার, ২৮ অক্টোবর ২০১৫ : চাকরি করে মজা, সম্মান এবং বেশী বেতন পাওয়া যায় বিশ্ব 87সেরা এমন পাঁচটি প্রতিষ্ঠানের নাম উল্লেখ করলে ফেসবুকে চাকরি করা সবচেয়ে সৌভাগ্যের ব্যাপার। গোটা বিশ্বজুড়ে চাকরির কঠিন বাজারে সবচেয়ে লোভনীয় চাকরির জায়গা হল ফেসবুক। সারাদিন যে ফেসবুকে মত্ত হয়ে থাকে গোটা বিশ্ব, সেই ফেসবুকেই চাকরি! দারুণৃকিন্তু চাকরি তো পরে, আগে তো ইন্টারভিউটা উতরে যেতে হবে।
দেখে নিন ফেসবুকে চাকরির জন্য আবেদন করা প্রার্থীদের ইন্টারভিউয়ে জিজ্ঞাসা করা ১০টি মজার প্রশ্ন–
১) ধরুন লুকোচুরি খেলা হচ্ছে, আধ ঘণ্টায় আপনাকে খুঁজে না পাওয়া গেলে আপনি চাকরিটা পাবেন। একটা ১০০ তলা বিল্ডিংয়ে আপনাকে লুকিয়ে থাকতে বলা হল। আপনি কত নম্বর তলায় লুকিয়ে থাকবেন? -ইন্টারনেট মার্কেটিং অ্যানালিস্টের জন্য আসা প্রার্থীকে
২) ধরুন ফেসবুকে হঠাৎ ছবি আপলোড কমে গেল। সেক্ষেত্রে আপনার প্ল্যান অফ অ্যাকশন কী হবে?- প্রোডাক্ট ম্যানেজার
৩) অন্ধ মানুষদের জন্য ফেসবুক তৈরি করা হলে আপনি কী করবেন?-প্রোডাক্ট ম্যানেজার পদের জন্য জিজ্ঞাসা করা প্রশ্ন
৪) একটা দিনে ফেসবুকে কতগুলো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করা হয়?- মার্কেটিংয়ের জন্য
৫) ইন্টারনেটে কি পরিমাণ অর্থ খরচ করা হয়?-অ্যাকাউন্ট ম্যানেজারের জন্য
৬) এটিএম, ও টিভি কন্ট্রোলের ডিজাইনের সবচেয়ে খারাপ জিনিস কোনটা?-প্রোডাক্ট ডিজাইনারের জন্য
৭) আমেরিকার মোট বিমানবন্দরের হিসাবটা কত হবে?-প্রোডাক্ট ম্যানেজার
৮) ফেসবুকে কিছু বদলে ফেলতে বলা হলে আপনি কোনটি করবেন?-সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রার্থী
৯) একটি ব্যস্ত ব্রিজের ওপর দিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে তার সংখ্যা কিভাবে বের করবেন?-সফটওয়্যার ইঞ্জিনিয়ার
১০) একটি রেখায় দুটো বিন্দু এলোমেলোভাবে রাখা আছে। এ থেকে তিনটি বিন্দু তৈরি হয়ে একটি ত্রিভুজ তৈরির সম্ভাবনা কতটুকু?-প্রোডাক্ট অ্যানালিস্ট পদের জন্য
এই প্রশ্নগুলোর উত্তর চাকুরী প্রার্থীরা কি দিয়েছিলো সেটা জানা যায়নি। তবে এ কথা সত্য, লক্ষ লক্ষ চাকরি প্রার্থীদের ভেতর থেকে আপনাকে অবশ্যই আলাদা বা অভিনব কোন কিছু বলে বা করে দেখাতে হবে ফেসবুকে চাকরী নেয়ার জন্য।